পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, রাজনীতি করি দীর্ঘদিন ধরে। শৈরাচার এরশাদ এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। এরশাদ এবং খালেদারা জ্বালাও পোড়াও রাজনীতি করেছেন। অপরাজনীতির দিন শেষ।<br /><br />শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা আইনজীবী সমিতির আয়োজনে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।<br /><br />তিনি বলেন, আমি দেখলাম আমরা খুব পিছিয়ে আছি। শুনে অবাক হলাম শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে ছয়জন বিচারকের জন্য এজলাস নেই, ভবন নেই, লাইব্রেরি নেই, কোয়ার্টার নেই, জুডিশিয়াল চিফ ম্যাজিস্ট্রেটদের জন্য ভবন নেই এবং শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রয়োজন। আইনমন্ত্রী ও আইন সচিবের সাথে আমার কথা হয়েছে। সমস্যাগুলোর সমাধান আমরা করবো ইনশাআল্লাহ।